দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে রিফাত (২৩)নামের এক যুবক, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
পরে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় তার মোবাইল ফোন জব্দ করে চেক করতে থাকে। এবং অন দ্যা স্পট ছেলেটার মোবাইলে এক তরুণীকে বেঁধে রাখা ও নির্যাতনের ভিডিও দেখতে পায় পুলিশ। পরে পুলিশ ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করলে বেরিয়ে আসতে থাকে লোমহর্ষক ঘটনার তথ্য।
অভিযুক্ত বলেন, গত ১৩ জানুয়ারি রাধানগর কিসমত রেলস্টেশন এলাকায় ২৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছিল সে এবং তার ২ বন্ধু মিলে। এবং পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি-ভিডিও উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওই তরুণীর সঙ্গে ছেলেটার পরিচয় হয়। এরপর আটোয়ারীর কিসমত স্টেশনে নামিয়ে পাশের এলাকায় নিয়ে ধর্ষণ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর যৌনাঙ্গ, স্তন সহ শরীরের বিভিন্ন অংশ কেটে হত্যা করে এবং ভিডিও ধারণ করে রেখে দেয় এবং পরে মরদেহ রেললাইনে ফেলে চলে যায়।
পরদিন কিসমত এলাকায় রেলাইনে ক্ষতবিক্ষত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়। খবর পেয়ে ঠাকুরগাঁয়ের ভুল্লি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে এবং দাফন সম্পন্ন করেন।