স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে রায় দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের রায় পাওয়ার এক মাসের মধ্যে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দলটির চেয়ারম্যানের রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী ইমরুল কায়েস রানা।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ২০২২ সালের ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক স্বাক্ষরিত আবেদনপত্র জমা দেয়া হয়। তবে ওই সময় কাজী নিজামুল হকের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ বিষয়ে সে সময় দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তবে ২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবেদন বাতিল করে। পরবর্তীতে একই বছরের ২৫ মে দলটির চেয়ারম্যান হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৩ জুন হাইকোর্ট রুল জারি করেন। সবশেষ বৃহস্পতিবার ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে দলটিকে এক মাসের মধ্যে নিবন্ধন দেয়ার রায় দেন হাইকোর্ট।