দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ব্যবসায়ীর পিতাকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক রিমনের বিরুদ্ধে। বীরগঞ্জ থানার অভিযোগ সুত্রে জানা যায়, গত ২০মার্চ বৃহস্পতিবার কাহারোল উপজেলার মোহাম্মদপুর গ্রামের কসমেটিক্স ব্যবসায়ী সবুজ উদ্দীন একটি কালো রঙের কাপড়ের ব্যাগের ভিতরে সাড়ে ৩ লক্ষ টাকা ইসলামী ব্যাংক লিমিটেড, বীরগঞ্জ শাখায় জমার জন্য মোটরসাইকেল যোগে তার পিতা জহির উদ্দিনকে পাঠিয়ে দেন। বেলা আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের জনৈক নমির বাড়ীর সামনে পাকা রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জহির উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে ডহন্ডা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে ও বীরগঞ্জ উপজেলার তারেক পরিষদের বীরগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক, রিমন ইসলাম (২৫) ও মোহাম্মদপুর গ্রামের আজাদ আলীর ছেলে আফজাল হোসেন সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। কোন কিছু বুঝার উঠার আগেই হামলা করে। এক পর্যায়ে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্তরা। জহিরের ডাকচিৎকারে পথচারী লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্তরা জানান, ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। তারা টাকা আত্মসাতের উদ্দেশ্যে মারধর সহ ছিনতাইয়ের নাটক সাজিয়েছে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ পাওয়ার পর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।