দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুরের বীরগঞ্জে দিলারা বেগম (৫৬) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা পৌরশহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দিলারা ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। এঘটনায় বীরগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম রহস্য উদঘাটনে কাজ করছে। থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের শয়নকক্ষে দিলারা বেগমের গলায় ধারালো অস্ত্র ও মাথায় ইটের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান,দিলারা বেগম পল্লী দারিদ্র্য বিমোচনে চাকরি করতেন। ৬/৭ বছর পূর্বে তিনি অবসরে যান এবং সে ওই ঘরে একাই বসবাস করতো। তার চাকরির জীবনের পেনশনের ২০/২৫ লাখ টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কোনো সন্তান নেই। একটি পালিত মেয়ে রয়েছে।
পালিত মেয়ে আভা বলেন,সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে এসে দেখি মা শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করছি আমার মাকে কেউ হত্যা করেছে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।