দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুরের বীরগঞ্জে যানজট নিরসনে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ বীরগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ টিম, ৫ এপ্রিল শনিবার যানজটঘন রাস্তা ঢাক-পঞ্চগড় মহাসড়ক এর খানসামা রোডস্থ সংযোগ সড়কের পৌর শহরের তাজমহল মোড়ে অবস্থান করতে দেখা যায়, এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বীরগঞ্জ থানা পুলিশের সদস্য সহ ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ীর বৈধ কাগজপত্র সহ তল্লাশির দায়িত্ব পালনে দেখা যায়, তবে এরপর থেকেই যানজট মুক্ত দেখা যায় বীরগঞ্জের যানজট ঘন এলাকা গুলো।
এ বিষয়ে চালক ও যাত্রীরা জানান, ঈদুল ফিতরকে ঘিরে যানজটের আশংকা থাকলেও যৌথবাহিনীর এই উদ্যোগ আনেকটা যানজট মুক্ত দেখা যাচ্ছে।
এ বিষয়ে সেনাবাহিনীর একজন সদস্য জানান, বীরগঞ্জ যানজট ঘন এলাকা হওয়ায়,আমরা যানজট নিরসনে কাজ করছি, আশা করি যানজট মুক্ত বীরগঞ্জ আমরা দেখতে পাবো।