আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ঘোষণাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অন্তত ২৩৭টি আপিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) এর শুনানি অনুষ্ঠিত হবে। ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বেঞ্চ এই আপিল আবেদনগুলোর শুনানি করবেন।
সিএএ কার্যকর করার বিরুদ্ধে আপিলকারীদের মধ্যে আছে দক্ষিণ ভারতের রাজ্য কেরালার সরকার, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, কেরালাভিত্তিক আরও একটি রাজনৈতিক দল, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া, কংগ্রেসের নেতা জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র এবং হায়দরাবাদের লোকসভা সদস্য ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৯ সালের ১১ ডিসেম্বর বিতর্কিত এই আইন পাস হয়। তবে বিভিন্ন সময়ে এই আইন কার্যকরের ঘোষণা দিয়ে তা থেকে পিছিয়ে আসে বিজেপি সরকার। গত ফেব্রুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের ঘোষণা দেওয়া হবে। সেটাই ঘটেছে।
ভারতে আগামী এপ্রিলে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সিএএ কার্যকর করল ভারত। এই আইন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পারসি সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে এসেছেন, এই আইনে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।