ভোলাহাট প্রতিবেদক: মামুনুর রশিদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা গোহালবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজনে বদর দিবস শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিরেশ্বপুর গার্লস স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে গোহালবাড়ি ইউনিয়ন আমির মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ারুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন সোহাগ, গোহালবাড়ি ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আব্দুল রউফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি একরামুল হক, শিবির সভাপতি মোঃ সোহেল রানাসহ অন্যরা
আলোচনায় বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে। তার জন্য আমাদেরকে কোরআনের আইন ও সৎ লোকের শাসন চাইতে হবে এবং প্রতিষ্ঠার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে।