ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল ঈদ-উল-ফিতরের উপহার ১ হাজার ৬শত জনের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সহায়তায় কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়িয়া ইউনিয়নে আজ ১৭ মার্চ এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ হারুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ।
তিনি বলেন, সচ্ছলতার ভিত্তিতে গরীব দুখী অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।
৪নং জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বলেন, উৎসব মুখর পরিবেশে চাল বিতরণ করা হয়েছে।
সুবিধাভোগীরা জানান, “আমরা ঈদের সময় চাল পেয়ে অনেক খুশি হয়েছি। আগামীতেও এই কার্যক্রম চালু রাখার বিনীত অনুরোধ করছি।”