নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের নির্দেশে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু করে পান্তা-ইলিশ খাওয়া, বাংলার ঐতিহ্য পোশাক পরিধান করে বছরের প্রথম দিনের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪নং জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পাণু মিঞা, প্যানেল চেয়ারম্যান মোঃ বুলবুল আলম, ইউপি সচিব মোঃ আব্দুল আজিম, মহিলা সদস্য যথাক্রমে সাকেরা খাতুন, ঝর্ণা খাতুন, মোসাঃ খরিমন বেগম, ১ নং ওয়ার্ড সদস্য মোঃ দুরুল হোদা, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ সৈবুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মতিউর রহমান, ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ মাইনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ ইসরাফিল হক, ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ সেলিম রেজা,ইউপি হিসাব সহকারী মোঃ সহেল রানা,উদ্যোক্তা মোঃ আতাউল্লাহ।আরও উপস্থিত ছিলেন, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পাণু মিঞা ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা বার্তায় বলেন,পুরনো গ্লানি মুছে এবার শুরু হোক নতুন আশা,হৃদয় জুড়ে থাকুক সুখ, সাফল্য আর শান্তি, নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা—শুভ নববর্ষ ১৪৩২।