আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোতে অভিবাসীদের ওপর গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দশজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের হুইক্সতলা শহরের কাছে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।ওই ট্রাকে ৩৩ জন অভিবাসী ছিল। অভিবাসীরা মিসর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে গেছিলেন।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক সুরক্ষিত এলাকা এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখনই গুলি করা হয়।
জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে।