সৈয়দ মিয়া (চট্টগ্রাম প্রতিনিধি) :
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির অ-১৩ দলের অনুশীলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক তারকা ফুটবলার ও ক্রীড়া সংগঠক,বিশিষ্ট রাজনৈতিক মোঃ মাহাবুব এলাহী।
বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে টিম ম্যানেজার ও পরিচালক- সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও সহকারী ফিজিও ডাঃ উদয়ন কান্তি মিত্র, সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সিনিয়র ডিভিশনের ফুটবলার, সহকারী কোচ মোঃ মামুন, কিপার মোঃ ওমর,ফারুক মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার,সদস্য রাহুল, মোঃ রাহাত হোসেন, মোঃ রাকিব হোসেন, মোঃ আইয়ুব প্রমুখ।উদ্বোধন কালে প্রধান অতিথি সাবেক ক্রীড়াবিদ, ফুটবলার মাহাবুব এলাহী কে অনুর্ধ্ব -১৩ দলের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর অতিথিরা একাডেমির সদস্য ও খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন।
একই দিনে টিমের জার্সি উন্মোচন ও দলনেতা মোঃ সাফায়েতুল হক, সহ- দলনেতা মোঃ সামিউর রহমান সামিরের নাম ঘোষণা করা হয়। শেষে সিনিয়র দল (অ-১৭) ও জুনিয়র টিম (অ-১৩) এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ গোল শুন্য ভাবে হয়েছে