স্টাফ রিপোর্টার :
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার (২৬ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন পয়েন্ট থেকে খুন, ডাকাতি, চুরি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাহেদ (৩০), সবুজ মুন্সি (৩৪), সবুজ আকাশ (২৫), সাবিনা (২৮), জাবেদ (৩২), বিল্লাল ভাতিজা বিল্লাল (২৭), বিল্লাল হোসেন (২৩), জুয়েল (২২), বেল্লাল (৩০), ইব্রাহিম (২২), রনি (১৯), লিটন (৩৪), সাগর (১৮), বিপ্লব রনি (৩৬), জাকির (৩৬) এবং ইমাম (২০)।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃতরা আসামিদের এরই মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।