দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম:
দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে এক রাউন্ড গুলি ও পিস্তলসহ ছাদেকুল ইসলাম (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের শংকরপুর সোনাহার পাড়া এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।
আটককৃত ছাদেকুল ইসলাম একই এলাকার আলাউদ্দিনের ছেলে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ছাদেকুল ইসলামের বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ পাওয়া গেলে ঘটনাস্থলে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রশাসন।