অনলাইন ডেস্ক :
৩৭ দিন বন্ধ থাকার পর আগামীকাল রবিবার থেকে আবার শুরু হচ্ছে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল। চলছে পরীক্ষামূলক চলাচল। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই ট্রায়াল রান।
রাজধানীর মানুষের জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাহন মেট্রোরেল। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মেট্রোরেলের মিরপুর ১০ নাম্বার গোল চত্বর পুলিশ বক্সের উপরের রুটে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই দিন বিকেলে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরেরর দিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুর চালানো হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে মেট্রোরেল চালু করতে দীর্ঘ সময় লাগবে বলে জানানো হয়েছিল।
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর মেট্রোরেল যত দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। তার এ নির্দেশনার পর মেট্রোরেল চালুর জন্য ব্যবস্থা নেয়া হয়, অবশেষে বন্ধের এক মাসের কিছু সময় পর চালু হতে যাচ্ছে এই সেবা।