মোঃ দুলাল আলী গোমস্তাপুর প্রতিনিধিঃ
শুরুর প্রথমদিন শনিবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে কোনো পণ্য ছাড়াই ছেড়ে গেছে সবজি পরিবহনের স্পেশাল ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে জেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শরু করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি।
ফলে প্রথমদিন ট্রেনটি ছেড়েছে কোনো প্রকার সবজি ছাড়াই। রহনপুর রেলস্টেশনের পাশে একটি সবজি আড়ত রয়েছে। যেখানে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বিক্রি হয়ে থাকে। যা স্থানীয় চাহিদা পূরণ করে থাকে। বর্তমানে আগাম জাতের কিছু সবজি এলাকায় উৎপাদিত হচ্ছে। সামনে বাজারে সবজি সরবরাহ বাড়লে আড়তদাররা তা অন্যত্র বিক্রি করতে পারবে বলে জানান সবজি আড়তদার অমিতাভ ইসলাম টুটুল।
রহনপুর পৌর এলাকার সবজি চাষী আব্দুস সবুর জানান, পন্য পরিবহনে পিকআপের থেকে ট্রেনের ভাড়া কম। তবে ট্রেনে পরিবহন করতে এই ভাড়ার পাশাপাশি কুলি খরচ, ফসলের মাঠ থেকে স্টেশন নিয়ে আসা এবং ঢাকার তেজগাঁও স্টেশন থেকে ঢাকার বিভিন্ন আড়তে সবজি নিতে আলাদা পরিবহন খরচ পড়ে যাচ্ছে কেজিপ্রতি ৩ টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে মাল পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই থেকে আড়াই টাকা।রহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান, শনিবার সকালে পণ্যবাহী স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশনে এসেপৌেছ।
শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে কোনো কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ছেড়ে গেছে।