মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ
স্বৈরাচারের পতন ছাত্র জনতার বিজয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ডাকবাংলা চত্বরে শনিবার (১০ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, উপজেলা বিএনপি যুবনেতা আব্দুল্লাহ, যুব নেতা মাহাবুব, যুব নেতা পিয়ারুল ইসলাম প্রমুখ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশ, সভার সভাপতি এনায়েত করিম তোকির বক্তব্যে বলেন শুরুতেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যারা আহত হয়েছে তাদের দ্রুুত সুস্থতা কামনা করে বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্যন্য এক উদাহরণ। এই জেলায় বসবাসকারী হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টানসহ অন্যান্য জাতিগোষ্টি এক অপরের ভাই। তিনি বলেন দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামীলীগের শেখ হাসিনার ফ্যাসিস স্বৈরাচারী শাসক জগদ্দল পাথরের মতো বিরোধী মত ও পথের নেতাকর্মীসহ সাধারন মানুষের উপর যে অত্যাচার আর নির্যাতন করেছে এটা কোনভাবেই গনতান্ত্রিক দেশে গনতান্ত্রিক সরকারের আচরণ হতে পারেনা।