অনলাইন ডেস্ক :
রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকার ‘ত্রাস’ শীর্ষ সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজ সেনা অভিযানে গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর রায়ের বাজার এলাকা হতে হেজাজ সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এজাজ দীর্ঘ দিন কারা ভোগের পর গত ১৫ আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমনের সঙ্গে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর থেকেই সন্ত্রাসী এজাজ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপহরণ করে আসছিল। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশে গুলি ও কোপানো হয়।
একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই এজাজই ওই হামলার প্রধান হামলাকারী। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল বর্তমানে পলাতক থাকায় তাদের বিভিন্ন সন্ত্রাসী গ্যাং পরিচালনা করে এই এজাজ। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় ১২ থেকে ১৫টি মামলা রয়েছে।
জানা গেছে, ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।
সন্ত্রাসী এজাজকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।