অনলাইন ডেস্ক :
পাঁচ দফা দাবি আদায়ে সোমবার (৯ মার্চ) থেকে টানা তিন দিন ক্লাস-পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
এসময় তারা জানান, ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ইন্টার্ন ডাক্তাররা তাদের চিকিৎসা সেবাও বন্ধ রাখবেন। দাবির বিষয়ে তারা জানান, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতিত কোনোভাবেই কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে-দ্রুত ডাক্তারদের নিয়োগ প্রক্রিয়া সচল করতে হবে, অবৈধ মেডিকেল অ্যাসিসটেন্ট স্কুল বন্ধ ঘোষণা করতে হবে।
এর আগে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করেছেন তারা।