অনলাইন ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের এক ক্রুকে আটক করেছে এপিবিএন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে ১৯৬৮ গ্রাম স্বর্ণসহ ওই ক্রুকে আটক করা হয়। আটক কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন। তিনি সিরাজগঞ্জের বাসিন্দা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৯ মে) রাত ১০ টায় এসভি-৮০৪ ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা এসে অবতরণ করে। গোপন তথ্যের ওপর ভিওি করে এপিবিএন, এনএসআই এবং কাস্টমসের যৌথ উপস্থিতিতে ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করলে তার শরীর থেকে ১১টি স্বর্নের বার, ৮টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম।
অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।