অনলাইন ডেস্ক :
‘শাহদৎ’ নামে নতুন এক জঙ্গী সংগঠনের অস্তিত্ব পেয়েছে র্যাব। রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে এ সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেনসহ দুই প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ মে) সকালে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিল তারা। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার নাম বদলে শাহদৎ নামে কার্যক্রম পরিচালনা করছিল। নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রমও চালানো হচ্ছিল। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করতো জঙ্গিরা। অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে অনেককে।