নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ইউপি সদস্য রাইহান আলীর বিরুদ্ধে কবর স্থানের নামে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশের এক দিন পর টাকা ফেরত দিয়েছে।
উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুপুর গ্রামের আফজাল হোসেন মাষ্টারের ছেলে রাইহান আলী জানান, আমাদের পারিবারিক গোরস্থানের কিছু অর্থ ঝামেলার কারণে দেয়া হয়নি শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামসহ কবরস্থানে সদস্যদের নিয়ে ঝামেলা মিটিয়ে টাকা দেওয়া হয়েছে ।
গোরস্তানের অন্যতম সদস্য মেরাস উদ্দিন বলেন,আমাদের গোরস্থানের টাকা নিয়ে যে ঝামেলা হয়েছিল চেয়ারম্যান সাহেব নিজে বসে আমাদের ঝামেলা মেরে দিয়েছে এবং টাকাও পেয়ে গেছি।
গোরস্থানের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, রায়হান ভাইয়ের সাথে আমাদের গোরস্থানের একটি ঝামেলা ছিল ঝামেলা মিটে গেছে ।
হাসান আলী বলেন, আমাদের গোরস্থানের কিছু টাকা রায়হান ভাইয়ের কাছে ছিল চেয়ারম্যান রবিউল ইসলাম নিজে বসে সমাধান করতেছেন এবং টাকা ফেরত দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের কিছু টাকা রায়হান আলী মেম্বার এর কাছে ছিল বিভিন্ন গণমাধ্যমের নিউজ প্রকাশের পর আমি নিজে সমাধান করে দিয়েছি সাথে সাথে টাকা ফেরত দেয়া হয়েছে ।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে সমাধানের দায়িত্ব দেয়া হয়েছিল তিনি সমাধান করে আমাকে জানিয়েছেন এবং টাকা ফেরত দেওয়া হয়েছে।