বিশেষ প্রতিনিধি: মোসাঃ শামসুন্নাহার সোহানা
সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন। এতে বক্তব্য দেন, আল-বশরী সোহান, সাইমুন সাদাব, খাদিজা খাতুন মিম , মো:মাহিন খান ,মোঃ মাসিদুর রহমান ,মোহাম্মদ রাহাত আলী, স্টুডেন্ট এ্যসোসিয়েশনের শারমিন জান্নাত মিস্টি।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তরা বলেন,যদি ধর্ষককে গ্রেফতার ও বিচারে, প্রশাসন কোন শিথিলতা দেখায়,তবে স্থলবন্দরের মহাসড়ক সহ বিভিন্ন সড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
এ সময় সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানপর দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।