স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাঁজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ মার্চ সকালে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় বলাকা মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কানসাট বাজারের বিভিন্ন গুরুত্বপূণ সড়গক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হয় এবং পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন,মোঃ আসাদ আলী,হাফেজ মোঃ শামিম হোসাইন,আল বুশরা সোহান,মোঃ রজব আলী ও ইসমাইল হোসেন।
সভায় বক্তরা বলেন,পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাঁজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া,ফিলিস্তিনে ও গাঁজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাঁজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আারোকঠোর কর্মসূচী ঘোষণার মাধ্যমে বাংলাদেশে অবস্থিত আমেরিকার দূতাবাস ঘেরাও করা হবে। যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকবো। তাতেও যদি হামলা ও বর্বরোচিত গণহত্যা জাতিসংঘ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করেন তাহলে আমরা বিশ্বের মুসলমান সম্প্রদায় একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ।