চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ শিবগঞ্জ গড়ার লক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার শাহবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে শাহবাজপুর সেচ্ছাসেবদলের আয়োজিত এ সমাবেশে শাহবাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক বেনি আমিন নবিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ শাজাহান মিয়া তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোণঠাসা করে রেখে ছিলো। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, সাবেক সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর- যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাসার, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহরুল, উপজেলা সেচ্ছাসেবকদলে সদস্য সচিব জানিবুল ইসলাম জৌসি, আহ্বায়ক আব্দুল্লহ আল ফারুক কুইক,, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদ, যগ্ম আহ্বায়ক বিপ্লব প্রমুখ।
সাবেক ছাত্র নেতা রেজাউল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আদিনা, সাবেক সাধারণ সম্পাদক মাঈনুল ইসলামসহ এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।