বিশেষ প্রতিনিধি: মোসা শামসুন্নাহার সোহানা
শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এস এম শাকিল হাসান তদন্ত অফিসার শিবগঞ্জ থানা,ডাক্তার সায়রা খান,টি এইচ ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নুরুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এছাড়া উপস্থিত ছিলেন ১৫ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,৫৯ বিজিবি প্রতিনিধি,আনসার ভিডিপি প্রতিনিধি, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা সমসাময়িক চুরি, ডাকাতি, ছিন্তাই সহ সিমান্তে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন, এবং রমজান কে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
তাছাড়া রমজানে উপজেলা প্রশাসনের আয়োজনে হামদ নাত কুরআন তেলাওয়াত ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা আয়োজন সম্পর্কিত আলোচনা করা হয়।