মোঃ শহিদুল ইসলাম রনি, ষ্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে জমি দলিল ও অন্যান কাগজে অনিয়মের দূরীকরণের বিষয়ে স্মারক লিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের সম্বয়ক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব সাব্বির আহম্মেদ ও মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ্য করেন, জমি রেজিস্ট্রেশন ও অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য কি কি কাগজ ও ফরম লাগবে তা সাব রেজিস্টার অফিসে স্টকে থাকবে। প্রয়োজনীয় কাগজ +ফরম) সংগ্রহ করে, জনগণ তার জমি রেজিষ্টিশন ও জমির অন্যান কাজ সংক্রান্ত বিষয় শেষ করে, সাবরেজিস্ট্রার অফিসে জমা দিবেন। অবশ্যই প্রতিটা ফরম ও কাগজ সাব রেজিস্ট্রার অফিসে স্টক থাকবে। এবং প্রতিটা কাগজের ও ফরমের মূল্য তালিকা সাব রেজিস্ট্রার অফিসের প্রতিটা রুমের ও বাইরে টাঙিয়ে রাখবে। বাইরের কেউ (মহরিল ও অন্যান্যরা) সাব রেজিস্ট্রার অফিসে কোন কাজ করতে পারবেনা। জমি রেজিষ্ট্রেশন ও জমির অন্যান্য কাজ সংক্রান্ত বিষয় গুলো উপজেলা নির্বাহী অফিসার এবং সাব রেজিস্ট্রার অফিসে, সাব রেজিস্ট্রার ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাই সকল কাজ করবে। জনগণের যাতে কোন অনিয়ম ও হয়রানির ছাড়া জমি রেজিষ্ট্রেশন ও জমি সংক্রান্ত অন্যান্য কাজ সম্পন্ন করতে পারে, সে জন্য উপজেলা নির্বাহী অফিসার, সাব রেজিস্ট্রার অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কোন অনিয়ম ও অবৈধ কাজ হলে উপজেলা নির্বাহী অফিস এবং সাব রেজিস্ট্রার অফিস দায়ী হবে।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সদস্য সচিব সাব্বির আহম্মেদ বলেন, আমরা শিবগঞ্জ সাব রেজিস্ট্রার মহোদয়ের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েন আগামী কয়েকদিনের মধ্যে এসব বিষয়ে সকলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা সে সময় পর্যন্ত অপেক্ষা করছি। তবে, সময় পেরিয়ে গেলে আমরা এর তীব্র আন্দোলন গড়ে তুলবো। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখবো।
এব্যাপারে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ দেয়া স্মারকলিপি হাতে পেয়েছি। স্মারকলিপি পর্যালোচনা করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও মিডিয়াসহ আমার অফিস আওতাধীন সকলকে সাথে প্রকাশের আলোচনার সব সমাধান করা হবে বলে জানান।