অনলাইন ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা-মাওয়া মহাসড়কসহ শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৪টি মহাসড়ক ও ৮টি সেতু রয়েছে।
আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্পত্তি শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম জিলানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বর্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে’।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা-মাওয়া ও পাঁচ্চর থেকে ভাঙ্গা জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’র নাম বদলে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’, সিলেটের বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ বদলে বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক, মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর মহাসড়রে নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ বদলে কাজিরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক, চট্টগ্রামের বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের নাম ‘শেখ হাসিনা সরণি’ বদলে বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক, রংপুরের করতোয়া নদীর ওপর নির্মিত সেতু নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ বদলে কাঁচদহ সেতু।
এ ছাড়া পটুয়াখালীর পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আন্দারমানিক নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘শেখ কামাল সেতু’ বদলে আন্দার মানিক সেতু, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ বদলে সোনাতলা সেতু, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘শেখ রাসেল সেতু’ বদেলে খাপড়াভাঙ্গা সেতু, পিরোজপুরের বলেশ্বর নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ বদলে ইন্দুরকানি সেতু, রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর মহাসড়কের কঁচা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ বদলে বেকুটিয়া সেতু, নারায়ণগঞ্জের ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ বদলে ডেমরা সেতু এবং বরিশালের দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ বদলে দপদপিয়া সেতু করা হয়।