স্টাফ রিপোর্টার :
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন।
এরআগে, আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট শাখায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।
প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ভারতে পালিয়ে থেকে বিভিন্ন বক্তব্য রাখছেন। এর মধ্যে শেখ হাসিনার যেসব বক্তব্য দেশের বা দেশের জনগণ বা বর্তমান সরকারের বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ ছড়ায় তেমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে আবেদনে।
এর আগে, ১৮ নভেম্বর জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে।