অনলাইন ডেস্ক :
সমালোচনা করলেও ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিএনপি ব্যর্থ হতে দেবে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, আমরা সমালোচনা করছি, আবার পাশাপাশি বসে আলোচনাও করছি। এটাই ডেমোক্রেটিক চর্চা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণ অভ্যুত্থানের প্রকাশনা উৎসবে বক্তব্যকালে এসব বলেন রিজভী। তিনি বলেন, অবাক লাগে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো কিছু সাংবাদিক আচরণ করছে। তাদের কথায় মনে হয় অনেকদিনের যে গুপ্তধন তারা অর্জন করেছিলো সেটা হাতছাড়া হয়ে গেছে।
ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে অবস্থান নিচ্ছে সেদেশের পলিসি মেকাররা। এর মাধ্যমে তারা প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করছে।
সবাইকে সতর্ক করে তিনি বলেন, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমাদের ভুলের কারণে যেন স্বৈরাচার আর ফিরতে না পারে। কারণ বিশ্বে ভুলের কারণে প্রতিবিপ্লবের নজির আছে। আমাদের গণতন্ত্রের রাস্তায় এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনও অন্যর হস্তক্ষেপ মেনে নেবো না।