অনলাইন ডেস্ক :
ঘোষিত সময়ের তিন দিন পর রোববার (৩ মার্চ) থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর করলো সরকার। তবে ১ মার্চ থেকে কেন কার্যকর করা যায়নি, সেই প্রশ্নের সঠিক জবাব নেই বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছে। পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহেই ভারত থেকে আসবে পেঁয়াজের চালান।
কোনো পণ্যের শুল্ক বা বিশ্ববাজারে দাম বাড়লে রাতারাতি সেটার প্রভাব পড়ে দেশের বাজারে। কিন্তু কমার সময় চলে টালবাহানা। ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমানোর ঘোষণা দেয়া হলেও সেটি এখনও কার্যকর হয়নি। এতে আশাহত সাধারণ ক্রেতারা।
এক বিক্রেতা বলেন, সরকার ঘোষণা দিয়েছে ১ তারিখ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর হবে। কিন্তু কোম্পানি বলছে, ৩ থেকে ৪ দিন লাগবে তেল আসতে। এক ক্রেতা বলেন, একদিন ১০ টাকা কমলে পরের দিনই দ্বিগুণ বেড়ে যায়। এই তো অবস্থা। বাজারে স্থিতিশীলতা নেই। আরেক ক্রেতা বলেন, কখনো ৫০ টাকা বেশি দিয়ে ভোজ্যতেল কিনতে হয়। কিন্তু আমাদের আয় তো বাড়েনি। অথচ জিনিসপত্রের মূল্য বেড়ে গেছে।