অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে পুলিশ গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ‘চয়ন ইসলামের বিরুদ্ধে শাহজাদপুর থানায় ২০১৮ সালের নির্বাচনকালীন বাড়ি ভাঙচুরের দুইটি মামলা রয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের শাহজাদপুর পৌর শহরের খঞ্জনদিয়ার মহল্লার বাড়ি ভাঙচুরের ঘটনায় এ মামলা দুটি দায়ের করা হয়।’
জানা গেছে, মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু পর শ্রীপুর থানা পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে। পরে ওই ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়।