দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক একটি মামলায় উপজেলার পৌর শহর এলাকায় জুম্মার নামাজের পর তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।