অনলাইন ডেস্ক :
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার (৬ মার্চ)। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে।
কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের নেতৃত্ব নির্বাচনে ৭ হাজার ৮৩৩ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহস্পতিবারও একই সময়ে ভোট গ্রহণ হবে। নির্বাচন পরিচালনায় গঠিত সাব-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ বা সাদা প্যানেলে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বা নীল প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হয়েছেন।
তাদের বাইরে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও ড. ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে নাহিদ সুলতানা যূথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।