অনলাইন ডেস্ক :
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।
জনপ্রশাসন সচিব বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে তাদেরকে ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যে সকল কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।’
ড. মো. মোখলেস উর রহমান বলেন, ‘২০২৪ সালের পাতানো নির্বাচনে যে সকল কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।’
জেলা প্রশাসকদের কাজে নিরপেক্ষতা রাখার আহ্বান তিনি বলেন, ‘এর মাধ্যমে ডিসিদেরকে স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। যাতে এ থেকে তারা শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো নির্বাচনে এমন কাজ করার সাহস না পায়।’
দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে এ সময় জনপ্রশাসন সচিব, ‘শুধু নির্বাচনে অনিয়মের জন্য না, যে সকল কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের অভিযোগ আছে- তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে গতকাল (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে একই কারণে ১২ কর্মকর্তা ওএসডি হয়েছেন।