চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
এবার বাংলাদেশে গরূ পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের রঘুনাতপুর সিমান্তে ৩ টি গরুসহ ৫ ভারতীয় নাগরীকে আটক করেছে ৫৩ বিজিবির সদস্যরা ।এসময় তাদের কাছথেকে ২ টি ধারাল্ োঅস্ত্র ও ২ টি নৌকা জব্দ করা হয়েছে ।
গতকাল শনিবার তাদের আটকের পর যাচাই- বাছাই করে আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চীত করে ৫৩ বিজিবির ব্যটেলিয়্যানের অধিনায়ক লে.কর্ণেল মনির উজ জামান। তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে তিনটি গরু নিয়ে ৫ জন ভারতীয় নাগরীক বাংলাদেশে অনুপ্রবেশ করে এসময় বিওপির বিজিবি সদস্যরা তাদের গরুসহ আটক করে । এসময় তাদের কাছ থেকে ২ টি ধারালো অস্ত্র ও ২টি নেীকা আটক বরা হয় ।০৫ জন ভারতীয় গরু চোরাকারবারী যারা নিয়মিত বাংলাদেশের ভিতরে গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করে থাকে।
আটককৃত ভারতীয় চোরাকারবারীরা হলো (ক) মোঃ সারফরাজ ইসলাম (১৮), পিতা-মৃত রফিকুল ইসলাম (খ) মোঃ আসলাম শেখ (১৮), পিতা-আলেক শেখ (গ) দ্বীপ সিংহ (২৩), পিতা-রতন সিংহ (ঘ) রনি মহালদার (১৭), পিতা-বাইতুল মহালদার (ঙ) ওলিল মহালদার (১৮), পিতা-মেনাউল সকলের বাড়ির ঠিকানা মুর্শিদাবাদ, ভারত। আটককৃতদের শিবগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে ।