অনলাইন ডেস্ক :
রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত দেড়টা দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, শুক্রবার মধ্যরাতে শুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে এক দল লোক ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তারা থানায় আছেন। একটি মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির কথা স্বীকার করেছে। মামলার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, রাত দেড়টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। পরে খবর পেয়ে সেখানে যান যৌথ বাহিনীর সদস্যরা।
ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।