নিজস্ব প্রতিবেদক :
“কারিগরি শিক্ষার অবমূল্যায়ন,মানি না মানবো না” এই শ্লোগানকে সামনে রেখে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালান কারেছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা।
মঙ্গলবার (পহেলা অক্টোবর) সকালে বৈষম্য বিরোধী সার্ভেডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই কর্মসূচি পালন করে ।
এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এসে শাখার সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাচোল শাখার সার্ভেয়ার আব্দুল হাকিমসহ সকল দপ্তরের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ,ভৃমি ব্যবস্থাপনা ও ভুমি অধিগ্রহণ সহ সরকারের সকল উন্নয়নমুলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। অথচ দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন ।একই সমমানের প্রকৌশলীরা ১০গ্রেডে কর্মরত থাকলেও ১৪ ,১৫ ও ১৬ তম গ্রেডে চাকুরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।এ বৈষম্য নিরসনে ইতিপূর্বে আদালত ও বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বৈষম্য নিরসন করে ১০ গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হয় ।