নওগাঁ প্রতিনিধি-মো:রুহুল আমিন শেখ :
সরকারি ভূমিতে বসবাস করে, এক রকম জীবনের সাথে যুদ্ধ করেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মো:আলমগীর কবির।
হাই স্কুলে পড়া অবস্থায় হারিয়েছেন তার বাবাকে। পরিবারের রয়েছে মা দুই ভাই ও এক বোন। পরিবারের বড় সন্তান হওয়ার সুবাদে আলমগীরকে পরিবারের হাল ধরতে হয়। বাবা রেখে গেছেন মাত্র ১০ শতাংশ জমি, পড়াশোনা শেষ করে আলমগীর কবির একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতা থেকে যা বেতন পেতেন তা থেকেই পরিবারের খরচ বহন করতেন তিনি, গত কয়েক মাস আগে বিয়ে করেন আলমগীর কবির, ভালোই চলছিল তার সংসার কিন্তু প্রায় গত সাত মাস আগে মরণব্যাধি হৃদরোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় গেলে, কর্তব্যরত চিকিৎসক বলেন, তার হার্টে একটা আইসিডি নামক ডিভাইস স্থাপন করতে হবে। ডিভাইস খুব দ্রুত হার্টে স্থাপন না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না, ডিভাইসটি স্থাপন করতে খরচ হবে, প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা। অভাবের সংসারে আলমগীরের পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয় এজন্য আলমগীর ও আলমগীরের পরিবার দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেন।
আলমগীর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের মৃত আলাউদ্দিনের পুত্র। আলমগীরকে সাহায্য করতে চাইলে তার বিকাশে অথবা সরেজমিনে এসে তাকে সাহায্য করতে পারেন। আলমগীরের বিকাশ নাম্বার-01603-878911 এছাড়াও ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে, মার্কেন্টাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার Id: 118112119177372