চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের অপসারণ না করতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার কাঠামো রয়েছে ইউনিয়ন পরিষদে। যেকোন সংকট সমস্যা সমাধানের সিংহভাগই হয়ে থাকে ইউনিয়ন পরিষদে। এমনকি এই মুহুর্তে উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরাও নেই। তাই এই সময়ে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ করলে জনদুর্ভোগ পৌঁছাবে চরমে। বন্ধ হয়ে যাবে নাগরিক সেবা। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোহুরুল ইসলাম, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ পারভেজ, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেন, কানসাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এমরান আলী, ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. টানু, চৌডালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেনসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে প্রধান অতিথি উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ইউপি সদস্যরা।