আন্তর্জাতিক ডেস্ক :
দখলদার ইসরায়েলের ধারাবাহিক বর্বর হামলায় গাজায় অন্তত ১৮০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও তিনজন সাংবাদিক। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আজকের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন আল-আকসা টিভির সৈয়দ রেদওয়ান, বার্তাসংস্থা সানাদের আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হানিন বারুদ।
গাজার মিডিয়া অফিস ফিলিস্তিনি সাংবাদিকদের উপর এই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। তারা অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের নির্বিচারে হত্যা করছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে নানা অপরাধ করছে।
ইসরায়েল সম্প্রতি দাবি করেছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ছয় সাংবাদিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর পক্ষে কাজ করছে। যদিও ইসরায়েল এ দাবির পক্ষে কোনো শক্তিশালী প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং আলজাজিরা ইসরায়েলের অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদার ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিকদের পাশাপাশি, গাজায় চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নাগরিক, যাদের অধিকাংশই নারী ও শিশু।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিগুলোতে হামলা চালানোর পর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করে। হামাসকে নির্মূলের নামে পরিচালিত এই হামলায় গাজার সাধারণ বাসিন্দাদের প্রাণহানি ঘটছে বলে জানা যায়।