নওগাঁ প্রতিনিধি -মো:রুহুল আমিন শেখ :
নিয়ামতপুর উপজেলায় চলতি রবি মৌসুমে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আমন ধান কাটার পর রবি মৌসুমে ব্যাপক গম,ভুট্টা, সরিষা, সূর্য্যমুখী,চিনাবাঁদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ডাল, মসুর, খেসারী ও অড়হর চাষে পরিকল্পনা রয়েছে।
এ উপলক্ষে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের হল রুমে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: কামরুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামসুদ্দোহা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শফিউল আলম।
উল্লেখ্য যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ হাজার ৭ শ ৬০ জন প্রান্তিক কৃষক কে এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে।