মোঃ মাসুম খান, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ কাজী রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলছে, গোপালগঞ্জও এর বাইরে নয়। প্রতি ৬শ’ জনে ২শ ’জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। এর কারন হচ্ছে অলসতা ও অসচেতনতা। ডায়াবেটিস রোগ থেকে আমাদের মুক্তি পেতে হলে অলসতা কাটিয়ে সচেতন হতে হবে।