আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের কেরলের ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ শনিবার সকালে ভোট গণনা শুরু হয়েছে। যা এখনও চলছে। এরই মধ্যে পাঁচ লাখ ভোটের ব্যবধান পেরিয়ে গেছেন কংগ্রেস প্রার্থী।
মাস ছয়েক আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা।
এ আসনে কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নব্যা হরিদাস।
এখন প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে ছাপিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। কংগ্রেস চাইছিল রাহুলের সেই মার্জিন ছাপিয়ে প্রিয়াঙ্কাকে ৫ লক্ষের বেশি ভোটে জেতাতে। শেষ পর্যন্ত সেটা হয় কিনা দেখার। অবশ্য ২০১৯ সালে ওয়ানড়ে প্রথমবার লড়ে পাঁচ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন রাহুল।