বিনোদন ডেস্ক :
বছর কয়েক আগে ‘সহজপাঠের গপ্পো’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তরুণ নির্মাতা মানসমুকুল। সিনেমাটি ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলো। এবার মানস নির্মাণ করতে যাচ্ছেন নিজের দ্বিতীয় সিনেমা। যে সিনেমায় মুখ্য চরিত্রে বেছে নেয়ার পরিকল্পনা করছেন দুই দেশের দুই গুণী অভিনয়শিল্পীকে। একজন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী, এবং অন্যজন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি।
ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। মানস জানান আফসানা মিমির সাথে সাক্ষাৎ করতে খুব শিগগির ঢাকায় আসছেন তিনি। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, মনের মতো গল্প না পেলে ছবি বানানোর তাগিদ জাগে না। তাই দ্বিতীয় সিনেমা বানাতে এতটা সময় নিয়ে নিলাম। নির্মাতা জানিয়েছেন তার নিজের গল্প নিয়েই তার পরের সিনেমা তৈরি হচ্ছে। এ বারের সিনেমায় টানটান নাটকীয়তা থাকবে। চিত্রনাট্য তৈরি হয়ে গেছে আগেই। অভিনেতারা সময় দিলেই তিনি শুটিং করবেন।
এ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমে আফসানা মিমি বলেন, মানস মুকুল পাল আমাকে একটা গল্প শুনিয়েছেন। বলেছেন, মিঠুন চক্রবর্তীর সাথে কাজটা করতে চান আমাকে নিয়ে। বাকিটা সময়ের অপেক্ষা। এর বেশি কিছু বলার নেই এখন। তবে আমি জানি এটা হুমায়ুন আহমেদের গল্প নয়।
অন্যদিকে মানসমুকুল জানান হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়েও সিনেমা বানানোর ইচ্ছা আছে তার। নিজে আরও একটি সিনেমার গল্প লিখছেন তিনি। আর এ জন্য জন্য বাংলাদেশের কিছু অঞ্চল ঘুরে দেখা দরকার বলে মনে করছেন নির্মাতা। মিমির সঙ্গে দেখা করার পাশাপাশি বাংলাদেশে আসার এটিও একটি কারণ বলে জানান টলিউডের নির্মাতা মানসমুকুল।