নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু তালেব এর নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে সূর্য উদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্প অর্পণ ও র্যালি, জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মানিরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ রুহুল আমিন, এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু তালেব বলেন, আমরা প্রায় ১৭ বছর পর বাধাহীনভাবে এই মহান বিজয় দিবস পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং ১৯৭১ সালে সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। স্বতঃস্ফূর্ত ভাবে মহান বিজয় দিবসে শ্যামপুর ইউনিয়নের সর্বস্থানের জনসাধারণের অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।