নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে এক শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় দু’জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মল্লিকপুর এলাকার নিজ নিজ বাড়ী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-একই এলাকার বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক ও এজাবুল হকের ছেলে মো.তাসিম আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।
তিনি জানান, প্রায় ১৫ দিন আগে একটি পেয়ারা বাগানে পলি লাগানোর কাজ করছিল সালাম ও শাহিন। এসময় শাহিন গোপনে সালামের একটি আপত্তিকর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেন। এরই জের ধরে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হলেও ওই ঘটনার জেরে বিজয় দিবসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বন্দে জড়ায় উভয় পক্ষ। এতে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নিহত হন।এ ঘটনায় আহত হন আরও চারজন।
এঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।