নিজস্ব প্রতিবেদক :
“বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ ও স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও।
মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে সংবাদের লিখনী ও প্রকাশে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং করনীয় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।