স্টাফ রিপোর্টার :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকাল থেকেই জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। ভোর থেকে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনারে আসতে শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন—আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?, দিল্লি না ঢাকা ঢাকা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, “আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি।
এদিন সবচেয়ে আগে শহীদ মিনারে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিট। জানা গেছে, এখনো বেশ কয়েকটি ইউনিট পথে আছে। বিকাল তিনটায় মূল অনুষ্ঠান শুরু হবে, এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম।
প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘জুলাই আন্দোলনের’ ঘোষণাপত্র প্রকাশের কথা থাকলেও, গতরাতে কর্মসূচিটি বাতিল করা হয়। তার পরিবর্তে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করা হয়, যা দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
মধ্যরাতে কর্মসূচি ঘোষণার পর, ভোর থেকে শহীদ মিনারে মঞ্চ তৈরি ও প্রস্তুতি চলছিল।