আন্তর্জাতিক ডেস্ক :
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সিগাজ শহরে এবং এর আশপাশে কমপক্ষে ৫৩ জন নিহত ও ৬২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে।
চীন জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে।
চীনা বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা এবং ড্রোন পাঠিয়েছে, যেটি মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত এবং যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে রয়েছে। এলাকার বিদ্যুৎ ও পানি উভয়ই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হতাহতের সংখ্যা কমাতে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।