নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার বিকালে চৌকা বিওপির সীমান্ত বাখেরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কিরণগঞ্জ বিওপির কমান্ডার সাইফুর রহমান, চৌকা বিওপি কমান্ডার ধিরন্দ্রনাথ, বিনোদপুর ইউনিয়নের ইউ পি বাদশা সদস্য কামাল ও বাদশা প্রমুখ।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস বলেন, ঘনকুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।